Surprise Me!

বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন জমা দিতে গিয়ে সংঘর্ষ || jagonews24.com

2021-06-15 2 Dailymotion

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহা ও আব্দুস সালাম আজাদের মনোনয়পত্র জমা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। বুধবার দুপুর ১২টার দিকে টঙ্গীবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।<br /><br />স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে জেলা বিএনপির সহ-সভাপতি রিপন মল্লিকের লোকজনের সঙ্গে টঙ্গীবাড়ি বাজার সংলগ্ন কাজী প্লাজা এলাকায় সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় গাড়ি ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।<br /><br />জানা যায়, পুলিশ ঘটনাস্থল থেকে টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মোল্লা ও বেতকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিগ্যান শিকদারসহ ১০ জনকে আটক করেছে। আটক অন্যরা হলেন, শাহাদাত, আমির হোসেন, বিপ্লব, জনি, এরশাদ, মিজানুর, শহীদ।<br /><br />টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ১০ জনকে আটক ও দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার করা হয়।

Buy Now on CodeCanyon